প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১০ অক্টোবর, ২০১৯

মদপানে খুলনা ও দিনাজপুরে ৬ জনের মৃত্যু

খুলনায় অতিরিক্ত মদপানে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দিনাজপুরে চোলাই মদপানে একজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

খুলনা (মহানগর) : খুলনায় অতিরিক্ত মদপানে পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয় তাদের। মৃতের সবাই সনাতন ধর্মাবলম্বীর। তারা হচ্ছেন নগরীর গল্লামারী এলাকার নরেন্দ্র দাসের ছেলে প্রসেনজিৎ দাস (২৯), ভৈরব টাওয়ার এলাকার মানিক বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস (২৫), তাপস (৩২), রূপসা উপজেলার রাজাপুর এলাকার পরিমল, নগরীর গ্লাক্সোর মোড় এলাকার প্রদীপ শীলের ছেলে সজল শীল (২৬)।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আলমগীর জানান, সকাল থেকে মদপানে অসুস্থ হয়ে পাঁচজন হাসপাতালে ভর্তি হন। পরে তাদের মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ওমর ফারুক জানান, মঙ্গলবার রাতে দুর্গাপূজার বিসর্জন উপলক্ষে অতিরিক্ত মদপানের কারণেই তাদের মৃত্যু হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিসি) এহশান শাহ মদপানে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। অপর তিনজনের প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের হার্টের সমস্যা ছিল। তবে ধারণা করছি অতিরিক্ত মদপানে তাদেরও মৃত্যু হয়েছে।’

এদিকে দিনাজপুরের চিরিরবন্দরে দুর্গাডাঙ্গা আদিবাসী পল্লীতে চোলাই মদপানে মতিউর রহমান ওরফে মতু (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মতু উপজেলার ভিয়াইল ইউনিয়নের বোর্ডপাড়ার মহিরত শাহার ছেলে। গত ৮ মঙ্গলবার রাতে উপজেলার ভিয়াইল ইউনিয়নের দুর্গাডাঙ্গা বাজারের পাশে আদিবাসী পল্লীতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, রাতের কোনো একসময় ওই ব্যক্তি চোয়ানি পান করে মাতাল হয়ে নিজ বাড়িতে ফিরছিল। ফেরার পথে তিনি একটি খালে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। পরদিন অর্থাৎ ৯ অক্টোবর সকালে এলাকাবাসী ওই খালে মরদেহ দেখতে পেয়ে থানা-পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ভিয়াইল ইউপি চেয়ারম্যান নরেন্দ্রনাথ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close