বাঘা (রাজশাহী) প্রতিনিধি

  ১০ অক্টোবর, ২০১৯

বাঘায় পদ্মার পানি কমছে

বাঘার দুই দিন ধরে পদ্মায় পানি কমতে শুরু করেছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে চরাঞ্চলের বানভাসিদের।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা জানান, উপজেলার সীমান্তবর্তী পদ্মার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নে বন্যায় ১৫টি গ্রামের প্রায় ২ হাজার মানুষ গত তিন সপ্তাহ ধরে পানিবন্দি অবস্থায় ছিলেন। এই মুহূর্তে কিছুটা পানি কমলেও মানুষের দুর্ভোগ কাটেনি। পানিবাহিত রোগসহ এলাকায় ব্যাপকভাবে বিষাক্ত সাপের উপদ্রব বেড়ে গেছে। ফলে সাপ আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে অসংখ্য পরিবার।

বাঘা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী হেকমত আলী বলেন, দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হচ্ছে। এরই মধ্যে সুখনা খাবার হিসেবে চিড়া, বিস্কুট, সয়াবিন, চিনি, আটা, সেমাই, ওর স্যালাইনসহ ৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল আযম বলেন, পদ্মার পানি কমতে শুরু করেছে। ফলে চরের মানুষ এরই মধ্যে নতুন ঘর তৈরি করার প্রস্তুতি নিচ্ছে। নতুনভাবে ফসল ফলানোর স্বপ্ন দেখতে শুরু করেছে অনেকে। ধারণা করা হচ্ছে এ সপ্তাহের মধ্যেই পানি নেমে যাবে। ঘর নির্মাণ ও ফসল ফলাতে নতুন করে সরকারের সার্বিক সহযোগিতা প্রয়োজন বলে জানান তিনি ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close