কিশোরগঞ্জ প্রতিনিধি

  ১০ অক্টোবর, ২০১৯

দুর্নীতি থামাতেই হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির ক্রমান্বয়ে উত্তরণ হচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্নীতি। তাই যেমন করেই হোক দুর্নীতি থামাতে হবে। এটা প্রশংসনীয় যে, সরকার নিজের ঘর থেকেই দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেছে। যেই অপরাধ করুক তাকে ধরতে হবে এবং সাজা দিতে হবে। দুর্নীতি করে কেউ যেন পার না পায়। দুর্নীতিবিরোধী এই অভিযান অব্যাহত রাখতে হবে।

রাষ্ট্রপতি গতকাল বুধবার বিকালে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মুক্তিযোদ্ধা সরকারি কলেজ মাঠে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেন।

তিনি বলেন, দেশে ব্যাপক উন্নয়ন কাজ হচ্ছে এবং এর ধারাবাহিকতায় একসময়ের অবহেলিত অনুন্নত হাওর এলাকায়ও অনেক উন্নয়ন হয়েছে। রাষ্ট্রপতি তাড়াইল উপজেলার মুক্তিযোদ্ধা সরকারি কলেজে নতুন একাডেমিক ভবন

নির্মাণ, হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়কে সরকারীকরণ ও স্টেডিয়াম নির্মাণসহ স্থানীয় কিছু দাবি-দাওয়া বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।

সমাবেশ স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু ও তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম শাহিন বক্তব্য দেন। পরে সড়কপথে তিনি কিশোরগঞ্জ আসেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close