নাটোর প্রতিনিধি

  ০৮ অক্টোবর, ২০১৯

দুই বাগাড়ের দাম ৩২ হাজার

নাটোরের সিংড়ায় দুটি বাগাড় মাছ ৩২ হাজার টাকায় বিক্রি হয়েছে। গতকাল সোমবার দুপুরে যমুনা থেকে শিকার করা ওই মাছ দুটি সিংড়ার কোর্ট মাঠে বিক্রি করা হয়। স্থানীয় লোকজন বলেন, ইসমাইল হোসেন নামের একজন মাছ দুটি যমুনা নদী থেকে ধরে সিংড়ায় যান। মাছ দুটির মধ্যে বড়টির ওজন ২০ কেজি ও ছোটটি ১০ কেজি। শহরের কোর্ট মাঠে বাগাড় মাছ দেখতে অনেক মানুষ ভিড় জমান। অনেকে মাছের সঙ্গে মুঠোফোনে সেলফিও তোলেন। বেলা ১টার দিকে কয়েকজন তরুণ ব্যবসায়ী সম্মিলিতভাবে ২০ হাজার টাকায় বড় মাছটি কিনে নেন। ছোট মাছটি ১২ হাজার টাকায় বিক্রি হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি আখতারুজ্জামান বলেন, বাগাড় মাছ এখন নদী থেকে ধরা হলেও একসময় এ ধরনের মাছ চলনবিলেই পাওয়া যেত। কিন্তু পানির গভীরতা কমে যাওয়ায় বাগাড়সহ ৩৯ প্রজাতির মাছ বিলে আর পাওয়া যায় না। তিনি বলেন, বাগাড় খেতে সুস্বাদু। এটি গভীর পানির মাছ। এবার ব্রহ্মপুত্র নদ ও তিস্তা নদী দিয়ে উজান থেকে প্রচুর পানি আসায় অনেক বড় বড় মাছ এসেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close