পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

  ০৭ অক্টোবর, ২০১৯

হরিণের ২০ মণ মাংস জব্দ : গ্রেফতার এক

বরগুনার পাথরঘাটায় ২০ মণ হরিণের মাংস জব্দ এবং আবদুস সোবহানকে আটক করেছে কোস্টগার্ড। গত শনিবার গভীর রাতে উপজেলার বিহঙ্গ দ্বীপ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিহঙ্গ দ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ মণ হরিণের মাংসসহ ইঞ্জিনচালিত

একটি নৌকা জব্দ করে কোস্টগার্ড। এ সময় আবদুস সোবহান নামের একজনকে আটক করা হয়েছে।

জব্দকৃত মাংসগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক অবদুস সোবহানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সম্পর্কে বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, জব্দকৃত মাংস নির্বাহী ম্যজিস্ট্রেটের নির্দেশে কেরোসিন দিয়ে নষ্ট করা হয়েছে। আটক আবদুস সোবহানের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৪ ধারায় মামলা করা হয়েছে। আবদুস সোবহানকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close