সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৭ অক্টোবর, ২০১৯

ধর্মকে পুঁজি করে ফায়দা লুটতে চাইলে ব্যবস্থা

নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মো. নাসিম গতকাল রোববার সিরাজগঞ্জ ও কাজিপুর উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেছেন। এ সময়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ধর্ম ব্যক্তি জীবনে বড় অবলম্বন ও ভালো বিষয়। রাষ্ট্র হচ্ছে ধর্ম-বর্ণ ও মানুষ ছোট-বড় নির্বিশেষে সবার সমান অধিকারের স্থান। বিএনপি ও জামায়াত যদি ধর্মীয় কোনো গোঁড়ামি উসকে দিয়ে ফায়দা লুটতে চায় তা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘১৯৭২ সালের রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী বিশ্বের কোনো মুসলিম প্রধান জনপদের মধ্যে বাংলাদেশই একমাত্র গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিণত করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আরো বলেন, ধর্ম-বর্ণ গোত্র নয়Ñ আমরা সবাই বাঙালি। ধর্ম যার যার উৎসব সবার। তাই ধর্মকে পুঁজি করে জামায়াতের কাঁধে ভর দেওয়া বিএনপি যদি কোনো ফায়দা বা কোনো রকম হটকারিতার সৃষ্টি করতে চায় তাহলে তার দাঁতভাঙা জবাব দেবে বাংলার শান্তি প্রিয় জনগণ। পরিদর্শনকালীন সময়ে তার সঙ্গে ছিলেন জেলা-উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, আওয়ামী লীগ ও অন্য অঙ্গ সংগঠনের নেতারা। উল্লেখ্য, সিরাজগঞ্জে ৪৯৬টি মন্দিরে এবার শারদীয় দুর্গা উৎসব হচ্ছে। নিরাপত্তার জন্য প্রশাসনের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close