হিলি (দিনাজপুর) প্রতিনিধি

  ২২ সেপ্টেম্বর, ২০১৯

বেশি করে পেঁয়াজ আমদানির আহ্বান টিসিবি চেয়ারম্যানের

দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে বন্দরের ব্যবসায়ীদের বেশি করে পেঁয়াজ আমদানি করার আহ্বান জানিয়েছেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাহাঙ্গীর। গতকাল শনিবার সকালে হিলি স্থলবন্দরে পরির্দশন করে তিনি ব্যবসায়ীদের প্রতি এ আহ্বান জানান।

এ সময় তিনি টিসিবির ঠিকাদার ‘খান ট্রেডার্স’ ও ‘সততা বাণিজ্যালয়’-এর মালিকদের সঙ্গে মতবিনিময় করেন। মজুদ করে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে কেউ যেন পেঁয়াজের দাম বাড়াতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান টিসিবির চেয়ারম্যান। টিসিবির চেয়ারম্যানের পক্ষে যুগ্ম সচিব মইনুদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব কথা জানান। উল্লেখ, গত শুক্রবার ভারত পেঁয়াজের রফতানি দাম বাড়িয়ে দেওয়ার প্রভাব পড়ে দেশীয় খোলা বাজারে। বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা। পেঁয়াজের দাম কমাতে টিসিবি ট্রেন্ডার আহ্বান করেছে। তারা প্রতি কেজি ৬০ থেকে ৬২ টাকা দরে হিলি থেকে পেঁয়াজ ক্রয় করে টিসিবির ডিলারদের মাধ্যমে ৪৫ টাকা দরে বাজারে পেঁয়াজ বিক্রি করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close