reporterঅনলাইন ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর, ২০১৯

বাংলাদেশ-ভারত কোস্টগার্ড বৈঠক

কোস্টগার্ড বাহিনী সদর দফতরে গত সোমবার বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হকের সঙ্গে ভারতীয় কোস্টগার্ড মহাপরিচালক কৃষ্ণস্বামী নটরাজন সৌজন্য সাক্ষাৎ করেন। পরে উভয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুদেশের আন্তর্জাতিক সমুদ্রসীমানায় মানব পাচার, চোরাচালান, মাদকদ্রব্য পাচার ও অবৈধভাবে মাছ ধরা রোধে উভয় দেশের কোস্টগার্ডের করণীয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি উভয় দেশের কোস্টগার্ড সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ বিষয়েও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের মধ্যে ২০১৫ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রস্তাবনা অনুযায়ী প্রতি বছর এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়ে আসছে। এর আগে গত রোববার ভারতীয় কোস্টগার্ডের মহাপরিচালক কৃষ্ণস্বামী নটরাজন চার দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ কোস্টগার্ডের উপমহাপরিচালক কমোডর এম শাহজাহান তাকে অভ্যর্থনা জানান। বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদর দফতরে তাকে গার্ড অব অনার দেওয়া হয় হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close