নিজস্ব প্রতিবেদক

  ১৪ সেপ্টেম্বর, ২০১৯

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১৪ নাবিককে জীবিত উদ্ধার

বঙ্গোপসাগরের পায়রা ফেয়ারওয়ে বয়ার কাছে ডুবে যাওয়া কনটেইনারবাহী কার্গো জাহাজ এমভি গলফ আরগোর ১৪ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সাঙ্গু তাদের উদ্ধার করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী তথ্য অফিসার এস এম শামীম আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্ধার হওয়া নাবিকেরা হলেন জাহাজের ক্যাপ্টেন কাজী আবদুল্লাহ আল মুহিত নোয়াখালী চিফ ইঞ্জিনিয়ার হাসান রেজা খালিদ চট্টগ্রাম, চিফ অফিসার কাজী মাহমুব আলম গোপালগঞ্জ, সেকেন্ড ইঞ্জিনিয়ার নূর আলম হিমেল নারায়ণগঞ্জ, থার্ড মাস্টার মোজাম্মেল হোসেন নোয়াখালী, বোসনমেট রফিক উল্লাহ ফেনী, অ্যাবল সীম্যান মো. জুবায়ের হোসেন চট্টগ্রাম, অর্ডিনারি সীম্যান সুজন মুখার্জি ফরিদপুর, মো. সাহাবুদ্দিনসহ ভোলা, শাহদাত হোসেন লক্ষ্মীপুর, জমিরুল ইসলাম চট্টগ্রাম, শহিদ মিয়া রংপুর, মো. রাজু চট্টগ্রাম এবং আবদুর রশিদ চট্টগ্রাম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে এমভি আরগো ১৫২টি কনটেইনার নিয়ে চট্টগ্রাম থেকে কলকাতা যাওয়ার পথে পায়রা ফেয়ারওয়ে বয়ার কাছে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় বঙ্গোপসাগর উত্তাল থাকায় কনটেইনারসহ জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সাঙ্গু তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালায় এবং শুক্রবার সকালে ১৪ জন নাবিককে সমুদ্রে ভাসমান থাকা অবস্থায় জীবিত উদ্ধার করে।

উদ্ধার হওয়া নাবিকরা সবাই বাংলাদেশের নাগরিক। তারা বর্তমানে সাগরে নৌবাহিনী জাহাজ সাঙ্গুতে অবস্থান করছেন। তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে। উদ্ধার অভিযান শেষে জাহাজটি পায়রা বন্দরে ফিরে আসলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close