নিজস্ব প্রতিবেদক

  ১২ সেপ্টেম্বর, ২০১৯

শেখ হাসিনার উন্নয়ন ভোগ করছে জনগণ

জাহাঙ্গীর কবির নানক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যত উন্নয়ন হয়েছে তা ভোগ করছে সব স্তরের জনগণ। শেখ হাসিনা জনগণের উন্নয়নের জন্যই লড়াই করে যাচ্ছেন।

আগামী ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত গতকাল বুধবার এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ সভার আয়োজন করা হয়।

জাহাঙ্গীর কবির নানক বলেন, বঙ্গবন্ধু ও তাঁর সপরিবারে হত্যার পর দেশের লুটেরা রাজনীতি শুরু হয়। বিএনপি-জামায়াত এবং সেনা স্বৈরশাসকের আমলে দেশের মানুষ শান্তিতে নিঃশ্বাস নিতে পারত না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই দেশে ফেরার পরই সার্বিক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সময় বলেছিলেন বাংলার মাটিতেই বঙ্গবন্ধুর খুনিদের বিচার হবে। এ বিচার কেউ ঠেকাতে পারবে না। আজ এদেশের মাটিতে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হচ্ছে এবং রায় কার্যকর হচ্ছে।

সাম্প্রতি দেশের রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি কক্সবাজারে রোহিঙ্গা ইস্যু নিয়ে কাজ করেছি। নিজে দেখেছি রোহিঙ্গাদের আর্তনাদ, ধর্ষিতা নারীর আহাজারি। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিশ্বের বুকে উজ্জ্বল করেছেন। বিশ্বে বাংলাদেশ প্রশংসিত হয়েছে। একমাত্র শেখ হাসিনার মানবতা ও নেতৃত্বের কারণেই এটা সম্ভব হয়েছে।

জাহাঙ্গীর কবির বলেন, শেখ হাসিনা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর মাধ্যমে প্রমাণ করবেন রোহিঙ্গাদের আশ্রয় সঠিক কাজটিই করেছেন। তিনি কোনো ভুল করেননি।

রংপুর-৩ আসনের উপনির্বাচনের ব্যাপারে জাহাঙ্গীর কবির নানক বলেন, রংপুর বিভাগের দায়িত্ব আমার ওপর রয়েছে। বিএনপি এ নির্বাচনে অংশ নেওয়ায় আমরা তাদের স্বাগত জানাই। কারণ বহুবার নির্বাচন বানচাল করতে তারা নির্বাচন থেকে দূরে সরে গেছে। কিন্তু বিএনপি এখন ঠিকই বুঝতে পেরেছে, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচন করেই ক্ষমতায় আসতে হয়।

সভায় যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, বাংলাদেশ এখন জ্ঞান রফতানি দেশ। তাই টেন্ডারবাজি বাদ দিয়ে ওই প্রকৃত সম্পদকে কাজে লাগান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close