সংসদ প্রতিবেদক

  ১০ সেপ্টেম্বর, ২০১৯

রওশন বিরোধী দলের নেতা, জি এম কাদের উপনেতা

প্রজ্ঞাপন জারি

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদকে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও দলটির চেয়ারম্যান জি এম কাদেরকে উপনেতা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অনেক নাটকীয়তার পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবর জি এম কাদেরের পরবর্তী সময়ে রওশন এরশাকে ওই পদ দেওয়ার জন্য গত রোববার সন্ধ্যায় স্পিকারের কাছে চিঠি দেওয়া হয়। আর জি এম কাদেরকে বিরোধীদলীয় উপনেতা করার জন্য স্পিকারকে অনুরোধ করা হয়।

গতকাল সোমবার সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদের সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা বেগম রওশন এরশাদকে (ময়মনসিংহ-৪) জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি (২) (১) (ট) অনুযায়ী বিরোধী দলের নেতা এবং বিরোধীদলীয় নেতা এবং এক উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) অধ্যাদেশ, ১৯৭৯ মোতাবেক লালমনিরহাট-৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close