গাজীপুর প্রতিনিধি

  ১০ সেপ্টেম্বর, ২০১৯

বারিতে চাষিদের ফলের চারা ও কলম বিতরণ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফল বিভাগের উদ্যোগে চাষিদের মধ্যে গতকাল ফলের চারা/কলম বিতরণ এবং ‘ফলের চারা/কলম রোপণ ও পরিচর্যা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে হয়েছে।

কৃষকদের মাঝে চারা/কলম বিতরণ করেন বারির মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ড. আবেদা খাতুন। বিশেষ অতিথি ছিলেন পরিচালক (গবেষণা) ড. মো. আবদুল ওহাব ও পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) মো. হাবিবুর রহমান শেখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল চন্দ্র সরকার। ড. আবুল কালাম আযাদ বলেন, আমাদের দেশে যেসব ফলের চাষ হয়, তার অধিকাংশই স্থানীয় জাতের। এগুলো খারাপ না। তবে আরো ভালো জাত তৈরির চেষ্টা করছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close