নিজস্ব প্রতিবেদক

  ০৭ সেপ্টেম্বর, ২০১৯

রাজধানীতে লুটের মালসহ ৫ ডাকাত গ্রেফতার

রাজধানীর বাড্ডায় ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলো মো. ইকবাল (২৪), মোশারফ হোসেন মোরশেদ (২৭), কবির হোসেন মনা (২৩), রাজিবুল ইসলাম রাজু (২৬) ও মেহেদী হাসান মন (২৩)। গত বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি হীরার আংটি, একটি হীরার গলার সেট, একটি সোনার সেট, দুটি আইফোন ও ৭ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে। বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, গত ৩ সেপ্টেম্বর ভোর সোয়া ৪টার দিকে আফতাবনগরের একটি বাড়িতে জানালার গ্রিল কেটে ডাকাতরা বাসার ভেতরে ঢোকে। তারা বাসার সদস্যদের ছুরি-চাপাতির ভয় দেখিয়ে মালামাল ও টাকা লুট করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ওইদিন বাড্ডা থানায় একটি মামলা হয়।

মামলার তদন্ত করে পরদিন ৪ সেপ্টেম্বর ডাকাতির ঘটনায় জড়িত মো. ইকবালকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। ইকবাল ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার দেওয়া তথ্যে বৃহস্পতিবার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ মোশারফ, কবির, রাজিবুল ও মেহেদীকে গ্রেফতার করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close