আন্তর্জাতিক ডেস্ক

  ২২ আগস্ট, ২০১৯

বড় মাছ শিকার ঈগল!

উত্তর আমেরিকা ও কানাডার সীমান্তঘেঁষা সেন্ট ক্রিক্স নদীতে একটি ঈগলের মাছ শিকারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ড্যান গফ নামের এক ব্যক্তি তার টুইটার অ্যাকাউন্টে মাছ শিকারের দুটি ভিডিও পোস্ট করেছেন। প্রথম ভিডিওতে দেখা যায়, পানিতে ভাসছে একটি ঈগল। দেখে মনে হচ্ছিল কোনোভাবে আহত হয়ে পানিতে পড়ে গেছে। এরপর ডানা ঝাপটে তীরের দিকে আগাতে শুরু করে ঈগলটি আর তখনই বোঝা যায় এই শিকারি পাখিটি নিজের পা দিয়ে আটকে রেখেছে বড় আকারের একটি মুশকি মাছ। ভিডিও ধারণকারী ড্যান গফকে বলতে শোনা যায়, ‘এটা জীবন্ত এবং বড় মুশকি মাছ।’ ঈগল পা থেকে মাছটি ছেড়ে দিলে লাভ দিয়ে তা আবার পানিতে চলে আসে। তবে ঈগলটি আবার মাছটিকে ধরে ফেলে। মাছ শিকারের ঘণ্টাখানিক পরের আরেকটি ভিডিও পোস্ট করেছেন ড্যান গফ। তাতে দেখা যায়, মাছটির অর্ধেক খাওয়া শেষ করেছে পাখিটি। ব্রিংমেথনিউজ ডটকমকে ড্যান গফ জানিয়েছেন, প্রথমে তিনি মনে করেছিলেন, ঈগলটি কোনোভাবে আঘাত পেয়ে পানিতে ভেসে আছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close