কলকাতা প্রতিনিধি

  ২১ আগস্ট, ২০১৯

চাঁদের কক্ষপথে চন্দ্রযান-২

চাঁদের কক্ষপথে আজ মঙ্গলবার সকালে প্রবেশ করেছে চন্দ্রযান-২ জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান কে সিভান। ইসরো সূত্রে খবর, গোটা প্রক্রিয়াটির সাফল্য নির্ভর করছিল চন্দ্রযান-২ এর গতির ওপরে। যে গতি নিয়ে এটির চাঁদের কক্ষপথে ঢোকার কথা তার থেকে বেশি গতি থাকলে এটি চাঁদের কক্ষপথ থেকে ছিটকে মহাশূন্যে হারিয়ে যেত। আর নির্দিষ্ট গতির থেকে কম থাকলে চাঁদের অভিকর্ষ বলের টানে এটি আছড়ে পড়তে পারত চাঁদের মাটিতে। ছোট্ট একটা ভুল ভেস্তে দিতে পারত এত বড় অভিযানকে। কার্যত চাঁদের দিকে চন্দ্রযান-২ যত এগিয়েছে ততই কমছে পৃথিবীর অভিকর্য টান। আর বেড়েছে চাঁদের অভিকর্ষ বল। ফলে অত্যন্ত ধীরে ও চাঁদের অভিকর্ষ বলের সঙ্গে মানিয়ে নিয়ে তার কক্ষপথে ঢুকতে হতো চন্দ্রযান-২ কে। চাঁদের কক্ষপথে ঢোকার পর সেটি সেখানে ঘুরপাক খাবে ১৫ দিন। তারপর ৭ সেপ্টেম্বর নাগাদ চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান-২। চন্দ্রযান-২ এর গতি ৩৯ হাজার ২৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এই গতির সঙ্গে মানিয়ে নেওয়াই প্রধান চ্যালেঞ্জ জানিয়েছে ইসরো চেয়ারম্যান কে সিভান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close