পার্থ মুখোপাধ্যায়, কলকাতা থেকে

  ১৯ আগস্ট, ২০১৯

প্রাপ্ত পুরস্কারের অর্থ থেকেও কর দিলেন মোদি

করছাড়ের ক্ষেত্রে যে তিনি নিজেও ব্যতিক্রম নন, তা একবার ফের প্রমাণ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছরেই সিউল শান্তি পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী মোদি। আর পুরস্কারের অর্থমূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ রুপির সমান। কিন্তু তিনি অর্থমন্ত্রীকে এই পুরস্কারের মাধ্যমে প্রাপ্ত অর্থে কর বসানোর জন্য অনুরোধ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে একটি চিঠি লিখেছিলেন, যা ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী মোদি দক্ষিণ কোরিয়ার রাজধানীতে সিউল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তিনি এই সম্মান অর্জনকারী ১৪তম ব্যক্তি। এই পুরস্কারের মধ্য দিয়ে ১ দশমিক ৩ কোটি টাকা অর্থ পেয়েছেন নরেন্দ্র মোদি। ৬ মার্চ সেন্ট্রাল ব্যুরো অব ডাইরেক্ট ট্যাক্সেস, আয়কর বিভাগ আইটি আইনের ধারা ১০ (১৭ এ)-এর অধীনে প্রধানমন্ত্রীর ওই প্রাপ্ত পুরস্কারের অর্থমূল্যতেও করছাড়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু তাতেই আপত্তি প্রধানমন্ত্রীর। দেশের আর পাঁচটা নাগরিকের মতোই প্রাপ্ত পুরস্কারের অর্থমূল্যেও কর দিতে চান। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১১ আগস্ট অর্থমন্ত্রীর কাছে একটি চিঠি লিখে বলেছেন যে, তিনি তথ্য পেয়েছেন যে, আয়কর বিভাগ সিউল শান্তি পুরস্কারে প্রাপ্ত অর্থের ওপর করছাড়ের সিদ্ধান্ত নিয়েছেন, তবে তিনি নিজেকে একজন সাধারণ নাগরিক মনে করেন। প্রধানমন্ত্রী নিজের মন থেকে এই করছাড় মেনেও নিতে পারছেন না, ঠিক এরপরই স্বাধীনতা দিবসের আগের দিন, ১৪ আগস্ট এই করছাড় প্রত্যাহার করে নেওয়া হয়। সব মিলিয়ে অনন্য পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close