নিজস্ব প্রতিবেদক

  ০৮ আগস্ট, ২০১৯

দেশের উন্নয়ন বিএনপির সহ্য হয় না

তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে উন্নয়ন হচ্ছে এটি বিএনপির সহ্য হয় না। বিগত ১০ বছর ধরে একই রাজনীতির মধ্যে ঘুরপাক খাচ্ছে বিএনপি। সেটি হচ্ছে নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার, নতুন নির্বাচন। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেব বারবার শুধু একটা কথাই বলেন, তা হলো নতুন নির্বাচন দিন। নতুন নির্বাচন হবে ২০২২ সালের ডিসেম্বরে অথবা ২০২৩ সালের প্রথমদিকে। এর আগে নতুন কোনো সংসদ নির্বাচন হবে না। তিনি আরো বলেন, বাংলাদেশ এখন স্বল্প উন্নত দেশ থেকে উন্নতির দিকে ধাবিত হচ্ছে। খাদ্যের ঘাটতির দেশ থেকে খাদ্যের রফতানির দেশ হিসেবে রূপান্তরিত হয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় ভারত থেকে ছাড়িয়ে যাবে। আর এসব কিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ও চিত্রনায়িকা সারাহ বেগম কবরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, চিত্রনায়িকা শাহনূর, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close