চট্টগ্রাম ব্যুরো

  ০৮ আগস্ট, ২০১৯

মির্জা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

নগরীর মির্জা খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা সেনাবাহিনীর সহায়তায় উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে খালের পূর্ব বাকলিয়া কালামিয়া বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জলাবদ্ধতা নিরসনে ‘মেগা প্রকল্প’ বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী।

সিডিএ সূত্র জানায়, ডিটেইলস ডিজাইন অনুযায়ী মির্জা খালের দৈর্ঘ্য ৩ কিলোমিটার। বিএস খতিয়ান অনুযায়ী খালের ২ দশমিক ৬৫ একর জায়গা বেদখল। খালটির ওপর অবৈধ স্থাপনা ১০৭টি। পর্যায়ক্রমে নগরীর ১৩টি খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এরই মধ্যে একাধিক খালে উচ্ছেদ করা হয়েছে বলে জানান, সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহমেদ মাঈনুদ্দিন। প্রসঙ্গত, ২০১৮ সালের ৯ এপ্রিল চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে গৃহীত মেগা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সিডিএর সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এ মেগা প্রকল্পের ব্যয় ধরা হয় ৫ হাজার ৬১৬ কোটি ৫০ লাখ টাকা। তিন বছর মেয়াদি এ প্রকল্পে প্রাথমিক পর্যায়ে ২০১৮ সালে ৩৬ খালের মাটি অপসারণসহ ৩০০ কিলোমিটার নতুন ড্রেন নির্মাণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close