জবি প্রতিনিধি

  ২১ জুলাই, ২০১৯

জবি ছাত্রলীগের সম্মেলন

যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সম্মেলন শেষ হয়েছে। ‘চাইলে শিক্ষার উন্নয়ন, শেখ হাসিনার প্রয়োজন’ স্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ চত্ব¡রে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সম্মেলন শুরুর কথা ছিল বেলা ১১টায় কিন্তু কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী নির্ধারিত সময়ের প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর সম্মেলন স্থলে আসেন।

প্রধান অতিথি আসাদুজ্জামান খান কামাল বলেন, যারা নেতা সিলেকশন করবেন তারা যেন দক্ষ, উপযুক্ত, মেধাবী ও ছাত্রবান্ধব নেতা নির্বাচন করেন।

সম্মেলনে সভাপতিত্ব¡ করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আশরাফুল ইসলাম টিটন এবং উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। সম্মেল?নে প্রধান বক্তা বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী মঞ্চে উঠলে মঞ্চের সামনে থাকা কর্মীরা ‘সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ বলে স্লোগান দিতে থাকেন। এ সময় নজরুল ইসলাম বাবু, এমপির হস্তক্ষেপে স্লোগান বন্ধ হয়।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ^বিদ্যালয়ের কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটি বিলুপ্তির প্রায় ৬ মাস পরে সম্মেলন হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close