কলকাতা প্রতিনিধি

  ২০ জুলাই, ২০১৯

১৫ আগস্টের ভাষণ নিয়ে দেশবাসীর পরামর্শ চান মোদি

স্বাধীনতা দিবসের ভাষণে কোন কোন দিকে গুরুত্ব দেবেন, সেই বিষয়ে দেশবাসীর পরামর্শ চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে দেশের উন্নয়ন নিয়ে একজন সাধারণ মানুষ কী ভাবছেন, তা গোটা দেশের শোনার সুযোগ হবে। দেশের সাধারণ মানুষ ঠিক কী চায়, তা তিনিও আরো ভালো করে বুঝতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি। আসছে ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দ্বিতীয়বার ভোটে জিতে ক্ষমতায় আসার পর এটি তার প্রথম স্বাধীনতা দিবসের ভাষণ। এর আগেও গত চার বছর ধরে সাধারণ মানুষের কাছ থেকে প্রস্তাব ও পরামর্শ চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবার মূল্যবান মতামত পেলে তিনি আনন্দিত হবেন বলে টুইট করে জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নমো অ্যাপে এই বিষয়ে একটি ওপেন ফোরাম সৃষ্টি করা হয়েছে। ফলে একজন সাধারণ মানুষের মত ১৩০ কোটি ভারতবাসীর কাছে পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close