সুনামগঞ্জ প্রতিনিধি

  ২০ জুলাই, ২০১৯

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা ছেলে নিহত

সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের আঘাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার ফেনারবাক ইউনিয়নের রৌয়া হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভানু হোসেন (৪০) ও তার ছেলে সুমন মিয়া (১১)। তাদের বাড়ি উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামে। স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে রৌয়া হাওরে মাছ ধরতে যান বাবা ও ছেলে। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে বাবা ও ছেলে দুজনেই মারা যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ফের তাদের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াঙ্কা পাল জানান, ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজন মরদেহ দাফন করতে পারবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close