নিজস্ব প্রতিবেদক

  ১৯ জুলাই, ২০১৯

অপহৃতকে উদ্ধার গ্রেফতার ৩

চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের সময়ে রাজধানীর পল্লবী থেকে মিম আক্তার (১৭) নামে এক ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব-৪। এ সময় দুই নারীসহ তিন মানব পাচারকারীকে গ্রেফতার করা হয়। তারা হলো তানজিলা (২০), মুন্নি বেগম (৩৫) ও আনিছ ওরফে বাবু (২৪)। গত বুধবার রাত ১০টার দিকে এ উদ্ধার ও গ্রেফতার অভিযান চালানো হয়।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, মিম আক্তার দিনাজপুরের একটি বিদেশি এনজিওর কিশোরী সংশোধনালয়ে ছিল। গ্রেফতার তানজিলা তাকে ফুসলিয়ে উন্নত জীবন-যাপন ও চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকায় আসতে বলে। তার কথা মতো মিম ঢাকায় চলে আসে। তানজিলা তাকে অপর পাচারকারী মুন্নি বেগমের পল্লবীর বাসায় নিয়ে যায়। তারা মিমকে আট দিন আটকে রেখে ভারতে পাচারের পরিকল্পনা করে। এরই মধ্যে মিমের পরিবারে অভিযোগ পেয়ে মাঠে নামে র‌্যাব। পরে গত মঙ্গলবার রাত থেকে প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যে গত বুধবার রাতে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে তাকে উদ্ধারসহ পাচারকারী তিনজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close