পার্থ মুখোপাধ্যায়, কলকাতা থেকে

  ১৯ জুলাই, ২০১৯

রোজভ্যালি কাণ্ডে ঋতুপর্ণার হাজিরা

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, বে-আইনি আর্থিক সংস্থা রোজভ্যালি-কান্ডে কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতরে হাজিরা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ঋতুপর্ণা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছান।

ইডি সূত্রে জানা গেছে, রোজভ্যালি গ্রুপ বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করে। সেই সূত্রে সংস্থার কর্ণধার গৌতম কুন্ডুর সঙ্গে যোগাযোগ হয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। পরে অভিনেত্রীর সংস্থা, ভাবনা আজ ও কালের সঙ্গে একটি চুক্তি হয় রোজভ্যালি গ্রুপের। সে বিষয়ে জানতে চান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। অভিযোগ, অভিনেত্রী ঋতুপর্ণার একটি বিদেশ সফরের সঙ্গে রোজভ্যালি সংস্থার আর্থিক লেনদেন হয়েছে। বিষয়টি আদৌ ঠিক কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদি ঋতুপর্ণা রোজভ্যালির টাকায় বিদেশ সফরে গিয়ে থাকেন, তা হলে কেন গিয়েছিলেন, তা জানতে চাইতে পারেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসাররা। রোজভ্যালি কান্ডে চলতি সপ্তাহেই হাজিরা দেওয়ার কথা রয়েছে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close