নিজস্ব প্রতিবেদক

  ১৬ জুলাই, ২০১৯

বেতন-ভাতার দাবিতে পৌর কর্মচারীদের অবস্থান কর্মসূচি

পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালু এবং জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা প্রদানের দাবিতে দ্বিতীয় দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন দেশের ৩২৮টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। আগামী দুই দিনের মধ্যে দাবি মানা না হলে আমরণ অনশন করার ঘোষণা দেওয়া হয়। গত রোববার ঢাকায় মহাসমাবেশ শেষে মিছিল সহকারে জাতীয় প্রেস ক্লাবে এসে অবস্থান কর্মসূচি শুরু করেন। রাতে প্রবল ঝড়-বৃষ্টি উপেক্ষা করে পলেথিন ও তাঁবু টানিয়ে অর্ধাহারে পৌর কর্মচারীরা অবস্থান নেন। কেন্দ্রীয় নেত্রী তাছমিন আলী লিলিসহ প্রায় ২৫ জন কর্মকর্তা-কর্মচারী অসুস্থ হয়ে পড়লে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন বলে দাবি করেন। অবস্থানকারীরা বলেন, সরকারের পক্ষ থেকে দাবি মানার কোনো আশ্বাস পাওয়া যায়নি। এতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।

অবস্থান কর্মসূচি উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল আলীম মোল্যা, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ম ই তুষার, কেন্দ্রীয় সেক্রেটারি শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আ. ছাত্তার প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close