নিজস্ব প্রতিবেদক

  ১৪ জুলাই, ২০১৯

৪ কেজি সোনাসহ বিমানের ২ কর্মী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার কেজি সোনাসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুজন ট্রাফিক হেলপারকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। গতকাল শনিবার দুপুর ১টা ৪৫ মিনিটের সময় তাদের আটক করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আটক হেলপাররা হলেন এমদাদ হোসেন চৌধুরী ও আবদুর রহিম।

বিমানবন্দর আর্মড পুলিশ জানায়, শনিবার ১২টা ৪৫ মিনিটে থাইল্যান্ড থেকে ঢাকায় আসে থাই এয়ারের একটি ফ্লাইট (টিজি ৩২১)। থাই বিমানে আসা কিছু কার্গো মালামাল প্যালেটে করে ইম্পোর্ট কার্গোতে আসে। সেখান থেকে ওই সোনা নিজ হেফাজতে নেন হেলপার এমদাদ। তাকে সহযোগিতা করেন আরেক ট্রাফিক হেলপার আবদুর রহিম।

এ প্রসঙ্গে আলমগীর হোসেন বলেন, ‘আটক এমদাদ হোসেন ও আবদুর রহিমের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’ জব্দ করা সোনার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা বলেও তিনি জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close