নিজস্ব প্রতিবেদক

  ১৩ জুলাই, ২০১৯

পদ্মা সেতু নিয়ে গুজব : সারা দেশে গ্রেফতার ৪

‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুজব ছড়ানোর অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভূঁইয়া গণমাধ্যমকে জানান, পদ্মা সেতু নির্মাণ নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে দেশের বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। শহীদুল ইসলাম নামে এক তরুণকে নড়াইল থেকে গ্রেফতার করে র‌্যাব-৬, আরমান হোসাইনকে চট্টগ্রাম থেকে র‌্যাব-৭, ফারুককে মৌলভিবাজার থেকে র‌্যাব-১১ এর সদস্যরা গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে

বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close