প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১২ জুলাই, ২০১৯

অতিরিক্ত ভাড়া এড়াতে যাত্রীর গায়ে ১৫ জামা!

বেড়াতে যাওয়ার সময় ব্যাগে অতিরিক্ত জামাকাপড় নেওয়ার অভ্যাস থাকে অনেকের। কিন্তু অতিরিক্ত ওজনের ব্যাগ নিয়ে বিমানে ভ্রমণ করলে দিতে হয় বাড়তি অর্থ। সম্প্রতি বিমানবন্দর কর্তৃপক্ষের এমন নিয়ম মানার পরিবর্তে অদ্ভুত এক কান্ড করলেন এক যাত্রী।

বাড়তি ভাড়া এড়াতে নিজের গায়েই পরে নিলেন অতিরিক্ত কয়েকটি জামা।

জানা গেছে, জন ইরভিন নামের ৪৬ বছর বয়সি স্কটল্যান্ডের এক যাত্রীর বিমানে চড়ে এডিনবার্গ যাওয়ার কথা ছিল। এ কারণে গ্লাসগো বিমানবন্দরে এসেছিলেন তিনি। কিন্তু বিমানে চাপার আগেই দেখা দেয় সমস্যা। বিমানবন্দর কর্র্তৃপক্ষ জানায়, ইরভিনের ৮ কিলো ওজনের ব্যাগ নেওয়ার অনুমতি রয়েছে। কিন্তু তার ব্যাগ নির্ধারিত ওজনের চেয়ে ভারী। এ কারণে তাকে দিতে হবে বাড়তি ৯৬ পাউন্ড। এমন কথা শুনে টাকা দেওয়ার পরিবর্তে নিজের স্যুটকেস খুলে ইরভিন জামা বের করে স্তূপ করতে থাকেন। ইরভিনের সঙ্গে থাকা তার ছেলে জোস বাবার এমন কান্ডে প্রথমে বিস্মিত হন। পরে দেখেন, ইরভিন একে একে ১৫টি জামা বের করে গায়ে পরতে শুরু করেছেন। ইরভিনের কান্ড দেখে অন্যান্য যাত্রী এবং বিমানবন্দরের কর্মীরাও অবাক হয়ে যান। ইরভিনের সেই জামা পরার দৃশ্য ভিডিওতে ধারণ করে টুইটারে পোস্ট করেন তার ছেলে জোস। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। জরিমানার পরিবর্তে ব্যাগের ওজন কমানোর জন্য ইরভিনের এমন উদ্যোগ দেখে মজা পেয়েছেন নেটিজেনরা। তবে এবারই প্রথম নয়, গত বছর ইংল্যান্ডের রিকজাভিক থেকে লন্ডনে যাওয়ার পথে অতিরিক্ত ১২৫ ডলার এড়াতে ১০টা শার্ট এবং ৮টি প্যান্ট পরেছিলেন এক ব্যক্তি। খবর : নিউজ নিউজউইকের

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close