পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

  ১০ জুলাই, ২০১৯

ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে আটক মৎস্য কর্মকর্তা

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিমকে ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা শেখপাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে মৎস্যচাষি সমিতির সদস্য সবুজের কাছে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দিনাজপুর জেলা দুদকের উপরিচালক আবু হেনা আশিকুর রহমান এবং সহকারী পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃতাধীন একটি টিমের হাতে ধরা পড়েন তিনি।

জানা যায়, উপজেলার বড়দল ও খুনিয়ার দীঘি নামক দুটি সরকারি পুকুর সংস্কারের জন্য ৪০ লাখ টাকা বরাদ্দ হয়। নিয়মানুযায়ী কাজ শেষে ৪০ লাখ টাকার চেক নিতে গেলে মৎস্য কর্মকর্তা গড়িমসি শুরু করেন। এক পর্যায় ৫ লাখ টাকা ঘুষ দাবি করা হলে মৎস্যসমিতির সদস্য সবুজ ৩ লাখ টাকা পরিশোধ করেন। এর পরও বাকি ২ লাখ টাকা না দেওয়ায় চেক প্রদানে অনড় অবস্থান নেন মৎস্য কর্মকর্তা। ক্ষোভে সবুজ দিনাজপুর দুদকের দারস্ত হন। গোপনে বিশেষ অভিযান চালিয়ে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ওই কর্মকর্তাকে গ্রেফতার করে দিনাজপুরে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হক দুদক অভিযানে মৎস্য কর্মকর্তা আটকের বিষয়টি নিশ্চিত করেন। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান জানান, দুদকের হাতে আটকের ঘটনাটি সত্য তবে এখন পর্যন্ত এ থানায় কোনো মামলা হয়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close