গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

  ০৭ জুলাই, ২০১৯

মেশিন ক্রয়ে সরকারি টাকা আত্মসাতের পাঁয়তারা

ময়মনসিংহের গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মরত শিক্ষকদের বায়োমেট্টিক হাজিরা মেশিন ক্রয়ের নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা চলছে। মেশিন ক্রয়ের জন্য জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারদের সমন্বয়ে ক্রয় কমিটিও গঠন করা হয়।

কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত অর্থ দিয়ে চলতি বছরের ৩০ জুনের মধ্যে এ মেশিন কেনার কথা থাকলেও তা করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান বলেন, জেলা কমিটি যে প্রক্রিয়ায় বায়োমেট্টিক মেশিন ক্রয় করার চেষ্টা করছে সেটা অত্যন্ত ন্যক্কারজনক। বিদ্যালয়ের বরাদ্দকৃত টাকায় ম্যানেজিং কমিটিই মেশিন ক্রয় করবে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০১৮/১৯ অর্থবছরে স্কুল ল্যাবের ইমপ্রুভমেন্ট প্ল্যানের (স্লিপ) আওতায় উপজেলার ১৭৭টি বিদ্যালয়ে ১ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার টাকা। প্রতিটি বিদ্যালয়ে ৫০ হাজার থেকে ১ লাখ টাকার মতো বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দকৃত টাকা বিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্টেও জমা হয়েছে।

এ বরাদ্দ থেকে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বায়োমেট্টিক হাজিরা মেশিন ক্রয়ের নির্দেশনা দেওয়া হয়। মেশিন কিনতে ১০-১৫ হাজার টাকার খরচ হলেও প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে প্রতিটি বিদ্যালয় থেকে মেশিন ক্রয় বাবদ ৩০ হাজার জমা দিতে বলা হয়েছে।

এদিকে ময়মনসিংহ জেলা ও গৌরীপুর উপজেলা শহরের ইলেকট্রনিক্সের দোকানে খোঁজ নিয়ে দেখা গেছে। উপজেলা শহরের হারুন পার্কে অবস্থিত প্রত্যাশা ইলেকট্রনিক্সের পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন জানান, বায়োমেট্টিক মেশিন বিক্রয় মূল্য সর্বনি¤œ ৬ হাজার ৫০০ টাকা, মাঝারি ৮ হাজার টাকা ও সর্বোচ্চ মূল্য ১৪ থেকে ১৫ হাজার টাকা।

চান্দের সাটিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন বিনতে সুলতানা বলেন, শিক্ষা অফিস থেকে বায়োমেট্টিক মেশিন ক্রয়ের জন্য স্লিপে ৩০ হাজার হাজার টাকা চাওয়া হয়েছে। আমরা ব্যাংকে টাকা রেখে দিয়েছি। তবে শোনেছি বাজারে এর চেয়ে কম মূল্যে মেশিন পাওয়া যায়।

জাগরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আমার বিদ্যালয়ের বরাদ্দকৃত টাকায় আমরা সিদ্ধান্ত নিব কোথায় থেকে মেশিন কিনব। শিক্ষা অফিসে এক টাকাও দেয়া হবে না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম খান জানান, জেলা শিক্ষা অফিসারকে সভাপতি ও সব উপজেলা শিক্ষা অফিসারকে সদস্য করে ক্রয় কমিটি করা হয়েছিল। এখন যেহেতু বায়োমেট্টিক মেশিন নিয়ে নানা কথা চলছে, তাই কে ক্রয় করবে কিংবা কী পদ্ধতিতে সেটা এই মুহূর্তে বলতে পারছি না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close