কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

  ২৭ জুন, ২০১৯

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চীনা শ্রমিকরা যোগ দিয়েছেন

বাংলাদেশিরা শিগগিরই

অনাকাক্সিক্ষত ঘটনায় বন্ধ হওয়ার পর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে যোগ দিয়েছেন চীনা শ্রমিকরা আর এতে ফের কর্ম চাঞ্চল্য হয়ে উঠেছে ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটি। এরই মধ্যে পাওয়ার প্লান্টের ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি ও অবকাঠামো উন্নয়নের কাজ শুরু করেছে চীনা শ্রমিকরা। এ ছাড়া কর্মপরিবেশ সৃষ্টি ও ভাষাগত সমস্যা দূরীকরণের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে দেশি-বিদেশি শ্রমিকদের সমন্বয়ে পুরোদমে কাজ শুরু করা যাবে। গতকাল বুধবার দুপুর ১২টায় তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিআইপি হলরুমে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন, বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) প্রকল্প পরিচালক শাহ আবদুল মাওলা।

এ সময় শাহ আবদুল মাওলা আরো বলেন, গত মঙ্গলবার এর ঘটে যাওয়া সহিংস ঘটনাটি অনভিপ্রেত। এ ঘটনায় যেসব চাইনিজ ও বাঙালি শ্রমিক আহত হয়েছেন বর্তমানে তাদের চিকিৎসা চলছে। অনেকেই এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। যেসব মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে তার পর্যালোচনা চলছে। এগুলো স্থাপন ও ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি মেরামত সাপেক্ষে খুব শিগগিরই এখানকার কর্মযজ্ঞ শুরু হবে এবং আগামী ৩০ ডিসেম্বরের মধ্যেই এ প্রকল্পের প্রথম ইউনিট উৎপাদনে যাবে। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বাংলাদেশি ৬ থেকে ৭ হাজার শ্রমিকদের ঈদ বোনাস-সহ সব পাওনা পরিশোধ করা হচ্ছে। তাদের ১৫ দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close