প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৪ জুন, ২০১৯

প্রথম কলাম

এবার তার আগ্রহ চাষাবাদে!

ভারতের হরিয়ানার সিরাসা জেলখানায় আটক ডেরা সাচ্চা সাওদা প্রধান বাবা রামরহিম সিং নিজের জমিতে চাষাবাদ করতে এক মাসেরও বেশি সময়ের জন্য প্যারোলে মুক্তির আবেদন করেছেন। প্রশাসনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। দুই ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত ও সাংবাদিক খুনের ঘটনায় অভিযুক্ত ৫১ বছর বয়সি রাম-রহিমের আবেদন কারাগারে দাখিল করা হয়েছে। ৪২ দিনের জন্য প্যারোলের আবেদন করার পর জেল সুপারিনটেনডেন্ট সিরাসা জেলা প্রশাসনের কাছে চিঠি দিয়েছেন। ১৮ জুনের ওই চিঠিতে তিনি জানতে চেয়েছিলেন, প্যারোলে গুরু রামরহিমকে মুক্তি দেওয়া সম্ভব কি না। এনডিটিভি গতকাল রোববার এ কথা জানায়।

জেল সুপারিনটেনডেন্ট উল্লেখ করেছেন, কারাগারে রামরহিমের আচরণ ভালো এবং তিনি কোনো নিয়ম লঙ্ঘন করেননি। পরে জেলা প্রশাসন ভূমি কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে জানতে চায় তার চাষাবাদে জমি রয়েছে কি না।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট মাসে রামরহিমকে দুই নারী ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদ- দেন। সিবিআই আদালত গত বছরের জানুয়ারি মাসে ১৬ বছরেরও বেশি সময় আগে একজন সাংবাদিককে হত্যার জন্য তাকেসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close