আন্তর্জাতিক ডেস্ক

  ২০ জুন, ২০১৯

তিমির ‘বমি’র দাম ২.০৬ কোটি টাকা

এক বিশেষ প্রজাতির তিমি মাছের বমি যার পোশাকি নাম অ্যাম্বারগ্রিস তা বিক্রি করতে এসেই গত মঙ্গলবার ধরা খেলেন ভারতের মুম্বাইয়ের রাহুল দুপারে নামে ৫৩ বছরের এক ব্যক্তি। দীর্ঘদিন ধরেই প্রায় ১.৩ কেজি তিমি মাছের বমি জমিয়েছিলেন তিনি। ভারতীয় মুদ্রায় ওই অ্যাম্বারগ্রিসের দাম ১ দশমিক ৭০ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যার দাম পড়ে ২ দশমিক ০৬১ কোটি টাকা।

পুলিশ জানিয়েছে, ‘আমরা ওই ব্যক্তির কাছ থেকে ১.৭ কোটি রুপি মূল্যের ১.৩ কেজি অ্যাম্বারগ্রিস বাজেয়াপ্ত করেছি। এটি একটি নিষিদ্ধ বস্তু। আমরা বন্যপ্রাণী সংরক্ষণ আইনের প্রাসঙ্গিক বিভাগের অধীনে একটি মামলা দায়ের করেছি এবং রাহুল দুপারেকে গ্রেফতারও করেছি।’

অ্যাম্বারগ্রিস হলো এক জাতীয় মোমের মতো পদার্থ। যা তিমির অন্ত্র থেকে নির্গত হয়। সমুদ্রে এই বিরল পদার্থটি ভাসমান অবস্থায় পাওয়া যায় এবং সুগন্ধি উৎপাদনে সাধারণত ব্যবহৃত হয়ে থাকে এই ‘তিমির বমি’ অ্যাম্বারগ্রিস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close