রংপুর ব্যুরো

  ১৪ জুন, ২০১৯

সারা দেশে বঙ্গবন্ধুর ছবি আঁকবেন রফিকুল

বাংলাদেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ছবি অঙ্কন করতে পদযাত্রা শুরু করেছেন রিকশাচালক রফিকুল ইসলাম। তিনি হেঁটে দেশের ১১ জেলার ২৬ স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অঙ্কন করবেন। পাশাপাশি ফুলে ফুলে দেশ সাজানোর সেøাগান ছড়িয়ে দিতে পরিবেশবান্ধব কৃষ্ণচূড়ার চারা রোপণ করবেন।

গতকাল বৃহস্পতিবার রংপুর মহানগরীর তাজহাট বাবুপাড়া বটতলায় তার নিজ এলাকা থেকে ৫৯ বছর বয়সি এ রিকশাচালক আনুষ্ঠানিকভাবে পদযাত্রা শুরু করেন। তিনি বাসা থেকে হেঁটে কাচারী বাজার চত্বরে গিয়ে জেলা প্রশাসক এনামুল হাবীবের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে সকালে রফিকুলের বাবা মোহাম্মদ আলীসহ পরিবারের সদস্যরা এবং স্থানীয় এলাকাবাসী ব্যতিক্রমী এ পদযাত্রার জন্য তাকে অভিনন্দন জানান।

গত ৬ এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে ‘রিকশাচালক রফিকুলের নতুন যুদ্ধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটিতে জেলা প্রশাসক এনামুল হাবীবের নজর পড়ে। পরে তিনি রফিকুলকে ডেকে নিয়ে পদযাত্রার অনুমতি দেন। বঙ্গবন্ধুপ্রেমী রফিকুল প্রতিদিনের সংবাদকে বলেন, ‘আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল হেঁটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করব। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করব। আপনারা আমাকে নিয়ে সংবাদ প্রকাশ করার পর জেলা প্রশাসক আমাকে সেই সুযোগ করে দিয়েছেন।’ তিনি আরো বলেন, ‘আমি পদযাত্রার সময় গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, মুন্সীগঞ্জ ও ঢাকা জেলার ২৬ স্থানে বঙ্গবন্ধুর ছবি অঙ্কন করার পাশাপাশি কৃষ্ণচূড়াগাছের চারা রোপণ করব। এ বছরের ৪ আগস্ট আমার পদযাত্রার কর্মসূচি সম্পন্ন হবে।’

আনুষ্ঠানিকভাবে গতকাল বৃহস্পতিবার সকালে রফিকুল এ পদযাত্রা শুরু করেন। এদিকে এ রিকশাচালকের পদযাত্রার ব্যাপারে জেলা প্রশাসক এনামুল হাবীব বলেন, ‘আমার বিশ্বাস রফিকুলের এ ধরনের পদযাত্রা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করবে। তিনি বঙ্গবন্ধুর যে ছবি অঙ্কন করবেন, তা এ প্রজন্মকে দেশপ্রেমে অনুপ্রাণিত করবে। আমি তার পদযাত্রার সফলতা কামনা করছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close