প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৩ জুন, ২০১৯

৫ জেলায় সড়কে নিহত ৭

মহাদেবপুরে বাসচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু এবং পাবনায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হয়েছে। ফকিরহাটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে ১২ জন। অপরদিকে হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় শিশু এবং রংপুরে সড়ক পার হতে গিয়ে এক পথচারী নিহত হয়। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট :

নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামের আব্দুস সামাদের ছেলে সাগর হোসেন (১৮), গোলাম রসুলের ছেলে রোহানী (১৮), দুলাল হোসেনের ছেলে শরিফ উদ্দিন (১৭)। তারা সবাই উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দিয়েছে বলে জানা গেছে।

পাবনা : পাবনায় মোটরসাইকেল ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুজন নিহত হয়েছে। নিহতরা হলো সদর উপজেলার বলরামপুর গ্রামের আমিন উদ্দিন প্রামাণিকের ছেলে ও পুরাতন বাঁশবাজার দারুল হাদিস মাদরাসার ছাত্র হাফেজ ওয়ালিদ প্রামাণিক এবং শফিক প্রামাণিকের ছেলে প্রান্ত প্রামাণিক। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের চাঁদমারী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ফকিরহাট (বাগেরহাট) : খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাটে ঢাকাগামী টুংগীপাড়া এক্সপ্রেস নামের যাত্রীবাহী পরিবহনের সঙ্গে খুলনাগামী চালভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে চালকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার বিশ্বরোড মোড়সংলগ্ন মেগনীস তলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় মো. ইফতেখার বিন সিহাব ( ১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কের মা মণি কমিউনিটি সেন্টারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া এলাকার মধ্যপ্রাচ্য প্রবাসী এম এ জামাল মিয়ার ছেলে।

রংপুর : রংপুরে তারাগঞ্জে মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় আদেল বাদশা (৫৫) নামের এক পথচারী নিহত হন। এদিকে তার মৃত্যুতে সড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে জনতাকে বুঝিয়ে সরিয়ে দেয়। গতকাল বুধবার বিকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি আব্দুল্লাহ হেল বাকি।

তিনি জানান, আদেল বাদশা (৫৫) কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ডাঙ্গাপাড়ার মৃত্যু খয়ের উল্যার ছেলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close