নিজস্ব প্রতিবেদক

  ১১ জুন, ২০১৯

তারেক রহমানের সাজা কার্যকরের দায়িত্ব সরকারের

তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি। তার সাজা কার্যকরের দায়িত্ব রাষ্ট্রের তথা সরকারের। প্রধানমন্ত্রী গতকাল এ কথাটিই বলেছেন।’

সচিবালয়ে গতকাল সোমবার সাংবাদিকদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির দৈন্যদশা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সন্ত্রাসী মামলায়, হত্যাচেষ্টা মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত একজন আসামিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানে করেছে। কিন্তু দন্ডপ্রাপ্ত আসামির দন্ড কার্যকর করা সরকারের দায়িত্ব। সরকার এ দায়িত্ব যথাযথভাবে পালন করবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নানা কথা বলে হয়তো তার পদ রক্ষার চেষ্টা করছেন।’ এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট নিজেদের মধ্যেই তো ঐক্য নেই। তারা আবার সরকারের বিরুদ্ধে কী আন্দোলন করবে?’

বর্তমান সংসদকে রুমিন ফারহানার অবৈধ বলা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই কথা বলে তিনি নিজেই তো অবৈধ হয়ে গেলেন। বিএনপির কথাবার্তার ঠিক নেই। দলটির নেতারা একবার বলেন তারা শপথ নেবেন না। পরে তারা আবার শপথ নিলেন। তাদের মহাসচিব শপথ নিলেন। আবার সেই আসনে নির্বাচনে অংশগ্রহণ করছেন। সর্বশেষ ভাগে পাওয়া নারী আসনটিও ছাড়লেন না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close