প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১১ জুন, ২০১৯

বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ দুই মৃত্যু : আহত ৭

লালমনিরহাটে বিদ্যুতের তারে জড়িয়ে ইয়াসিন আলী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় আরো ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন আমতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু ইয়াসিন আলী ওই গ্রামের আতিকুল ইসলামের ছেলে। এদিকে নেত্রকোনায় ঘরের লাইট জ্বলাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. রুবেল মিয়ার (৩০) মৃত্যু হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি জানান, ওই গ্রামে বিদ্যুতের নতুন সংযোগ দিতে কাজ শুরু করে পল্লীবিদ্যুৎ সমিতির লোকজন। গ্রামের উৎসুক শিশুরা শ্রমিকদের কাজ করার দৃশ্য দেখতে ভিড় জমায়। এ সময় মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তার নিয়ে খেলছিল শিশুরা। হঠাৎ ওই লাইনে বিদ্যুৎ সংযোগ দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ ৭ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা ইয়াসিন আলী নামের এক শিশুকে মৃত ঘোষণা করেন। আহতদের ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বিদ্যুতের ৩ কর্মচারীকে আটক করে রাখেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক শিশু নিহত হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাস্থলে আটক ৩ বিদ্যুৎ কর্মীকে উদ্ধার করতে অফিসার পাঠানো হয়েছে।

নেত্রকোনা প্রতিনিধি জানান, কেন্দুয়ায় উপজেলায় ঘরের লাইট জ্বলাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মোঃ রুবেল মিয়া (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মাসকা ইউনিয়নের রায়পুর পূর্বপাড়া গ্রামের মল্লিক মিয়ার ছেলে। গতকাল সোমবার বিকালে নিজ বাড়িতে ঘটনাটি ঘটেছে। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে আদমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close