আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ০৯ জুন, ২০১৯

আমতলীতে মা ছেলেকে পিটিয়ে জখম, মামলা

বরগুনার আমতলী উপজেলার গোজখালী গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মা ও ছেলেকে পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। আহত মা গোলচেহারা বেগম, ছেলে হারুন প্যাদাকে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার হারুন প্যাদার বাবা সেরাজ প্যাদা বাদী হয়ে থানায় মামলা করেছে। জানা গেছে, উপজেলার গোজখালী গ্রামের মো. হারুন প্যাদার সঙ্গে একই এলাকার মন্টু দফাদার, হানিফ দফাদার গংদের সঙ্গে পারিবারিক বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে বুধবার রাত সাড়ে ৯টার সময় মন্টু দফাদারের ছেলে সজিব (১৯), হানিফ দফাদারের ছেলে মেহেদী (১৮) এবং হানিফ দফাদার (৩৮), রিপন (৩৮) সিদ্দিক প্যাদা (৪০), টিটু দফাদার, (৩৫) মন্টু দফাদারসহ (৪২) একদল সন্ত্রাসী হারুন প্যাদাকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। এ সময় সেরাজ প্যাদার স্ত্রী গোলচেহারা বেগম এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকেও মারধর করে। তার সঙ্গে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ও সেরাজ প্যাদার বসতঘর ভাঙচুর করে।

গতকাল শনিবার সকালে সেরাজপ্যাদা বাদী হয়ে আমতলী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আমতলী থানার এস আই ইমন জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close