মাধবপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ০৯ জুন ২০১৯, ০০:০০
হবিগঞ্জের মাধবপুরে শাহজাহান মিয়া নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শনিবার দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহত শাহজাহান মিয়া (৩৫) উপজেলার খাটুরা গ্রামের বাসিন্দা।
নিহত শাহজাহান মিয়ার বড় ভাই আক্তার মিয়া জানান, দীর্ঘদিন ধরে একই গ্রামের সুলেমান মিয়ার ছেলে সবুজ মিয়ার সঙ্গে শাহজাহান মিয়ার জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার দুপুরে প্রতিপক্ষের লোকজন শাহজাহানকে বাড়ি থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. হায়দার আলী তাকে মৃত ঘোষণা করেন।
"