প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৫ মে, ২০১৯

মুখ দেখে রোগের লক্ষণ জেনে নিন

মুখটা কি একটু ফোলা লাগছে, গালগুলো হঠাৎ লাল হয়ে যাচ্ছে, ছোট ছোট তিলে ভরে গেছে মুখ? প্রায়ই এই ধরনের পরিবর্তন হলে এখন থেকেই সচেতন হতে হবে। কারণ বিশেষজ্ঞরা বলেন, নানা রোগের লক্ষণ প্রথমে মুখেই দেখা যায়। জেনে নিন, মুখের কোন লক্ষণে কি অসুস্থতা বোঝায়Ñ ১. চোখ, মুখ হলুদ হয়ে গেলে জন্ডিস হয়েছে কিনা পরীক্ষা করিয়ে নিন। ২. ঠান্ডা লেগে ও অতিরিক্ত স্ট্রেসের কারণেও মুখে গোটা উঠতে পারে। ৩. নাকের দুই পাশ থেকে সারা গালে লাল ছোপ হলে বুঝতে হবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিকমতো কাজ করছে না বা দুর্বল হয়ে পড়েছে। ৪. যদি গরমকালেও ঠোঁট ফাটে, তবে বুঝে নিন অ্যালার্জির কারণে হচ্ছে। ৫. রক্তে কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত বেড়ে গেলে তার ছাপ পড়ে ত্বকে। চোখের পাতার ওপর হলুদ ছাপ এভাবেই জানান দেয় কোলেস্টেরল বেড়েছে। ৬. আপনার মুখে কি তিল বাড়ছে, তিলগুলো কি অসমান? সাবধান হোন, হতে পারে ত্বকের ক্যানসার। ৭. মুখের ত্বকে-চোখে, দাঁতে যে কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা দিলে অবহেলা না করে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close