নিজস্ব প্রতিবেদক

  ২১ মে, ২০১৯

ওয়াজেদ মিয়ার নাম ইতিহাসে থাকবে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, যে জাতি গুণিজনদের সম্মান জানায়, সে জাতি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। প্রজন্ম থেকে প্রজন্ম ড. ওয়াজেদ মিয়ার নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। বিজ্ঞানচর্চায় তার অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। গতকাল সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে সাধনা সংসদ আয়োজিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তেব্য এসব কথা বলেন তিনি। পরে স্পিকার ইফতার মাহফিলে অংশ নেন। ইফতারে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়। স্পিকার বলেন, ড. ওয়াজেদ মিয়া তার মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে দেশের মানুষের জন্য যে কাজ করে গেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। সৎকর্ম ও বিজ্ঞানমনস্ক চিন্তার মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন অনন্তকাল। ড. এম এ ওয়াজেদ মিয়া বিশ্বের বুকে বাংলাদেশকে উজ্জ্বল করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাধনা সংসদের উপদেষ্টা আমির হোসেন আমুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক-মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাধনা সংসদের প্রতিষ্ঠাতা মহাসচিব অ্যাডভোকেট দেলওয়ার হোসেন ভূঁইয়া।

উল্লেখ্য, ড. এম এ ওয়াজেদ মিয়া সাধনা সংসদের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close