আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ মে, ২০১৯

ভারতে হিন্দু-মুসলিম একসঙ্গে ইফতার

বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাস চলছে। আর এ রমজানে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারতের হিন্দু ও মুসলিমরা।

দেশটির উত্তর প্রদেশ রাজ্যের আগ্রায় হিন্দু ও মুসলিমরা একসঙ্গে ইফতার করে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করেছেন। জানা যায়, সম্প্রতি আগ্রার হিন্দু সম্প্রদায়ের লোকরা সেখানকার স্থানীয় মুসলিমদের সঙ্গে ইফতার করেছেন, তাদের কেউ কেউ রোজার রাখছেন। এ ঘটনা আগ্রার দরগাহ মার্কাজ সাবরি এলাকার। স্থানীয় বাসিন্দা জয় সিং এ বিষয়ে বলেন, গত ২০ বছর ধরে এই স্থানে আসছি আমি। আমি দুবছর ধরে রমজান মাসে রোজা রাখছি।

তিনি আরো বলেন, আমি রোজা রাখছি, যাতে হিন্দু ও মুসলিমদের মধ্যে ঐক্যের বার্তা পৌঁছে যায়। তথ্য সূত্র : ইয়াহু নিউজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close