নিজস্ব প্রতিবেদক

  ১২ মে, ২০১৯

কামরাঙ্গীরচরে ৪৬ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

রাজধানীর কামরাঙ্গীরচর থেকে বিপুলসংখ্যক জাল নোট এবং জাল নোট তৈরির সরঞ্জামসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি দক্ষিণ বিভাগের গাড়ি চুরি ও ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিম। তাদের নাম মো. জীবন ওরফে সবুজ, জামাল উদ্দিন ও বাবুল ওরফে বাবু। এদের কাছ থেকে ৪৫ লাখ ৬৮ হাজার টাকার জাল নোট, একটি ল্যাপটপ, দুটি প্রিন্টার ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গত শুক্রবার তাদের পূর্ব-রসুলপুরের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি মো. মাসুদুর রহমান জানান, গোয়েন্দা তথ্যে গত শুক্রবার সন্ধ্যায় পূর্ব-রসুলপর থেকে সবুজ ও জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৭ লাখ টাকার জাল টাকার নোট উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর চকবাজারের ইসলামবাগের একটি বাড়িতে অভিযান চালিয়ে বাবুলকে গ্রেফতার করা হয়। এ সময় ৩৮ লাখ ৬৮ হাজার টাকার জাল নোট ও জাল নোট তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, জাল টাকা তৈরি করে ঢাকা, চট্টগ্রাম ও খুলনাসহ দেশের সমস্ত জেলায় সরবরাহ করত। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close