আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ এপ্রিল, ২০১৯

সেলফিতে পোজ দিল গোরিলা

গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে একজন বনরক্ষীর তোলা সেলফিতে দুটি গোরিলার স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকার বিষয়টি আলোচনা তৈরি করেছে। চোরাশিকারিদের হাতে তাদের বাবা-মা মারা যাওয়ার পর কঙ্গোতে অবস্থিত গোরিলাদের অনাথাশ্রম ভিরুঙ্গা ন্যাশনাল পার্কে ছবির গোরিলাগুলো বেড়ে উঠে। পার্কটির

উপপরিচালক বলেন, যেই সেবকরা শৈশব থেকে তাদের দেখাশোনা করেছেন, গোরিলাগুলো তাদের সেবকদের অনুকরণ করা শিখেছে। গোরিলাগুলো মনে করে পার্কের ওই বনরক্ষীরা তাদের অভিভাবক। উপপরিচালক ইনোসেন্ট এমবুরানুমওয়ে জানান, ওই দুটি গোরিলার মা ২০০৭ সালে চোরাশিকারিদের হাতে মারা যায়। সেসময় গোরিলা দুটির বয়স ছিল দুই এবং চার মাস। ওই ঘটনার কিছুদিন পর গোরিলাগুলোকে ভিরুঙ্গার সেঙ্কুয়েকুয়ে আশ্রমে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তারা বেড়ে উঠে। যেহেতু তারা মানুষের সান্নিধ্যে বড় হয়েছে, তাই গোরিলাগুলো, মানুষের অনুকরণ করে এবং মানুষের মতো দুই পায়ে দাঁড়িয়ে ছবি তুলেছে। একটি গোরিলা দুই পায়ে দাঁড়িয়ে মানুষের অনুকরণ করছেÑ বিষয়টি দেখতে যথেষ্ট হাস্যকর। আপাতদৃষ্টিতে দেখে মজার কাজ মনে হলেও কঙ্গোতে বনরক্ষীর পেশাটি যথেষ্ট বিপজ্জনক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close