পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

  ১৭ এপ্রিল, ২০১৯

মাদক নির্মূলে তরুণদের এগিয়ে আসতে হবে

স্পিকার

মাদকবিরোধী হিসেবে নিজেদের প্রতিজ্ঞাবদ্ধ করতে তরুণদের অনুরোধ জানিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণ সমাজ দেশ গড়ার কারিগর। তরুণদের মাধ্যমেই দেশের ইতিবাচক পরিবর্তন সম্ভব। মেধাবী তরুণ সমাজকে মাদক নির্মূলে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। গতকাল মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত পীরগঞ্জ পৌরসভা ও উপজেলার ১৫টি ইউনিয়নে একযোগে ‘এসো আমরা মাদককে না বলি’ শীর্ষক মাদকবিরোধী অভিযান উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বক্তব্যের শুরুতেই স্পিকার সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। পরে তাদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং শহীদ মিনার চত্বরে গাছের চারা রোপণ করেন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী সারা দেশে মাদকবিরোধী অভিযান পরিচালনার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, উন্নয়নের কাক্সিক্ষত লক্ষ্য পৌঁছাতে তরুণদের মাদক থেকে বিরত থাকতে হবে।

পীরগঞ্জ পৌরসভাসহ ১৫টি ইউনিয়নে একযোগে ২০০ জন করে মোট ৩ হাজার ২০০ শিক্ষার্থী মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেন। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম এ মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে পীরগঞ্জের পৌর মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামীম, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলনসহ রংপুর জেলা আওয়ামী লীগ এবং পীরগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের স্থানীয় নেতারা, গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে স্পিকার পীরগঞ্জের শহীদ মিনার চত্বরে ‘বই পড়া প্রতিযোগিতায়’ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close