আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ এপ্রিল, ২০১৯

ডাক্তার নিজেই যখন ৪৯ সন্তানের জনক...

নেদারল্যান্ডসের ঘটনা। সেখানে একজন ফার্টিলিটি চিকিৎসকের কাজ ছিল সন্তান জন্মদানে সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের ডাক্তারি সহায়তা দেওয়া এবং তাদের সন্তান নিতে চিকিৎসা করা। কিন্তু তিনি অনুমতি না নিয়েই তার কাছে আসা নারীদের গর্ভে নিজের শুক্রাণু দিয়ে পরীক্ষাগারে সৃষ্ট ভ্রুণ স্থাপন করে ৪৯টি সন্তানের জন্ম দিয়েছেন। সেই চিকিৎসক বছর দুয়েক আগে মারাও গেছেন। এখন ডিএনএ পরীক্ষায় ধীরে ধীরে এসব তথ্য বের হচ্ছে।

ডা. ইয়ান কারবাতের ক্লিনিক ছিল নেদারল্যান্ডসের রটারড্যাম এলাকায়। এসব ক্লিনিকে আসতেন সন্তান নিতে সমস্যা রয়েছে এমন নারী ও দম্পতিরা। ফার্টিলিটি ক্লিনিকের একটি কাজ হলো কোনো পুরুষের কাছ থেকে তার দান করা শুক্রাণু সংগ্রহ করা। অনেক ক্ষেত্রে শুক্রাণু দানকারীর পরিচয় গোপন রাখা হয়। আবার অনেক সময় চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা শুক্রাণু দানকারীকে নিজেরা পছন্দ করে নিয়ে আসেন।

এরপর সেই শুক্রাণু দিয়ে ল্যাবে ভ্রƒণ তৈরির পর সহায়তা নিতে আসা ব্যক্তিদের সন্তান জন্মদানে সহায়তা কর হয়। ডা. ইয়ান কারবাতে এসব ক্ষেত্রে নিজেই তার শুক্রাণু ব্যবহার করতেন বলে এখন জানা গেছে। তাও আবার চিকিৎসা সহায়তা নিতে আসা লোকজনের কোনো অনুমতি ছাড়াই।

এই চিকিৎসকের ক্লিনিকে সহায়তার মাধ্যমে জন্ম নেওয়া একটি শিশুর চেহারা দেখতে মারাত্মকভাবে মিলে যাচ্ছিল ডা. কারবাতের সঙ্গে।

সেখান থেকেই সন্দেহের শুরু। ২০১৭ সালে তার সহায়তায় জন্মানো ৪৯ ব্যক্তি ও তাদের বাবা ও মায়েরা একই সন্দেহ থেকে আদালতে মামলা করেন। যাদের বেশির ভাগেরই জন্ম ৮০-এর দশকে। তাদের সন্দেহ হচ্ছিল এই চিকিৎসকের সঙ্গে তাদের কোনো সম্পর্ক রয়েছে।

কিন্তু ওই বছরই ৮৯ বছর বয়সে মারা যান সেই চিকিৎসক। এরপর তার বাড়ি ও অফিস থেকে বহু কাগজপত্র জব্দ করা হয়। সেই বছরই ডিএনএ পরীক্ষা সম্পন্ন করে এই ব্যাপারে আদালত জানতে পারে। কিন্তু এতদিন সবগুলো মামলার কার্যক্রম শেষ না হওয়ায় বিস্তারিত তথ্য প্রকাশের ব্যাপারে কিছু বাধা নিষেধ ছিল। এখন আদালত তথ্য প্রকাশ করার অনুমতি দিয়েছেন। ১১ বছর ধরে নিজের বাবাকে খুঁজেছেন তার ক্লিনিকে চিকিৎসার মাধ্যমে জন্ম নে০য়া একজন। অবশেষে তিনি জেনেছেন তার বাবা স্বয়ং তার মায়ের চিকিৎসক। তিনি বলছেন, ১১ বছর ধরে খোঁজার পর এখন আমি আমার জীবনে ফিরে যেতে পারব। একটি অনিশ্চিত অধ্যায়ের অবশেষে সমাপ্তি হলো। আমি খুশি যে অবশেষে আমি আমার প্রশ্নের জবাব পেয়েছি। ডা. কারবাত নিজেকে দাবি করতেন অ্যাসিস্টেড রিপ্রোডাকশন বিষয়ক একজন পথিকৃৎ হিসেবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close