আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ এপ্রিল, ২০১৯

৩০ জনের প্রাণ বাঁচিয়ে মারা গেল পোষ্য কুকুর

একটি পোষ্য কুকুরের তৎপরতায় অন্তত ৩০ জন মানুষ প্রাণে বেঁচে গেছে। তবে ৩০ জনের প্রাণ বাঁচালেও কুকুরটি শেষ পর্যন্ত মারা যায়। এমন ঘটনা ঘটেছে ভারতে। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গত শুক্রবার রাতে উত্তর প্রদেশের বান্দার জেলায় একটি বাড়িতে বিধ্বংসী আগুন লেগে যায়। সেসময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন অন্তত ৩০ জন। বাড়িতে আগুন লাগা দেখে চিৎকার শুরু করে ওই বাড়ির পোষ্য কুকুর। কুকুরের চিৎকারে বাড়িতে থাকা লোকজন টের পেয়ে বেরিয়ে আসে বাড়ি থেকে। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী একজন সংবাদ সংস্থা এএনআইকে জানান, আগুন দেখেই কুকুরটি চিৎকার শুরু করে; যা ওই বাড়িতে থাকা লোকজন এতে টের পেয়ে বেরিয়ে আসে। তিনি আরো জানান, ওই বাড়ির লোকজনকে আগুনের হাত থেকে রক্ষা করলেও শেষ রক্ষা হয়নি কুকুরটির। একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুকুরটির মৃত্যু হয়। এমন ঘটনা দেশটির সামাজিক মাধ্যমে ব্যাপক শোরগোল তুলেছে। কেউ লিখেছেন, এমন কাজের পর ওই কুকুরের মৃত্যু মেনে নিতে পারছি না। আবার কেউ লিখেছেন, বর্তমানে মানুষের থেকে কুকুর বেশি বিশ্বস্ত। হিন্দুস্তান টাইমস পত্রিকা গতকাল রোববার এ খবর জানায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close