আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ এপ্রিল, ২০১৯

প্রথম কলাম

উচ্চরক্তচাপ বাড়ে যেসব অভ্যাসে...

উচ্চরক্তচাপ মানুষের জন্য নীরব ঘাতক। এ কারণে এটি সব সময় নিয়ন্ত্রণে রাখা জরুরি। এটি নিয়ন্ত্রণে না থাকলে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে। বিশেষজ্ঞদের মতে, উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে শরীরের বিভিন্ন অঙ্গ বিশেষ করে কিডনি, চোখ ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় বংশগত কারণে অনেকে উচ্চরক্তচাপে ভোগেন। তবে দৈনন্দিন জীবনে এমন কিছু অভ্যাসও আছে, যার কারণে উচ্চরক্তচাপ বাড়তে পারে। যেমন : ১. অতিরিক্ত সোডিয়ামযুক্ত খাবার যে হৃদরোগ সম্পর্কিত রোগ বাড়ায়, এটি সবারই জানা। এ কারণে বিশেষজ্ঞরা অতিরিক্ত লবণযুক্ত খাবার পরিহার করার পরামর্শ দেন। তবে কিছু খাবারে বিশেষ করে প্রক্রিয়াজাত খাবারে প্রাকৃতিকভাবে উচ্চ পরিমাণে সোডিয়াম থাকে। এ জন্য এ ধরনের খাবার খেলে উচ্চরক্তচাপ বাড়ার ঝুঁকি বাড়ে। এ ছাড়া ফাস্ট ফুডও উচ্চরক্তচাপ বাড়ায়। ২. লবণের মতো অতিরিক্ত চিনিযুক্ত খাবারও উচ্চরক্তচাপের পরিমাণ বাড়িয়ে দেয়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত চিনি খেলে প্রদাহের ঝুঁকি বাড়ে। তখন স্বাস্থ্যজনিত জটিলতাও তৈরি হয়, বিশেষ করে উচ্চরক্তচাপ বাড়ে। ৩. অ্যালকোহল পান করার পরপরই উচ্চরক্তচাপের পরিমাণ একটু বেড়ে যায়। শরীরের অ্যালকোহলের মাত্রা কেটে গেলে রক্তচাপের পরিমাণ আবার স্বাভাবিক হয়ে যায়। ৪. নিয়মিত শরীরচর্চা করলে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ৫. মানসিক চাপ উচ্চরক্তচাপ বাড়ার অন্যতম কারণ। এ চাপের কারণে যদি ঘুমের সমস্যা হয়, তাহলে উচ্চরক্তচাপের পরিমাণ আরো বেড়ে যায়। এ কারণে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে পর্যাপ্ত ঘুমানো প্রয়োজন। সূত্র : হেলদিবিল্ডার্জড

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close