নিজস্ব প্রতিবেদক

  ২৫ মার্চ, ২০১৯

তরুণী উদ্ধার ৩ অপহারক আটক

রাজধানীর আবদুল্লাহপুরে অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে হাতেনাতে আটক করেছে র‌্যাব-১। এ সময় এক অপহৃত তরুণীকে (২০) উদ্ধার করা হয়। অপহরণকারীরা হলো মো. খলিল মিয়া (৩৩), মো. মেহেদী হাসান বাবু (২২) ও মো. রাকিব হোসেন (১৯)। অপহরণের কাজে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে। তাদের গত শনিবার সন্ধ্যায় আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডের কাছ থেকে তাদের আটক করা হয়। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সারোয়ার বিন কাশেম। তিনি বলেন, গোয়েন্দা তথ্যে অভিযানটি চালিয়ে আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডের কাছে একটি নির্জন জায়গা থেকে এক তরুণীকে উদ্ধারসহ আসামিদের আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় ওই তরুণী নবীনগর যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। এ সময় আশুলিয়া ক্লাসিক নামে অপহরণকারীদের বাইপাল-আবদুল্লাহপুর-মহাখালী রুটের বাসটি আসে। বাস চালকের হেল্পার ওই নারীকে নবীনগর নামিয়ে দেওয়ার কথা বলে বাসে ওঠিয়ে নেয়। ওই তরুণী ঢাকায় নতুন এসেছেন বলে রাস্তা চেনেন না বলে জানান। তিনি তার ভাইকে ফোন করে হেল্পারের হাতে দিয়ে তার গন্তব্যের কথা জানাতে বলেন। পরে ফোন রেখে ভুক্তভোগী তরুণীকে নবীনগরের কথা বলে আবদুল্লাহপুর নিয়ে আসে। আবদুল্লাহপুর এসে আর যাবে না বলে বাস থেকে সব যাত্রীকে নামিয়ে দেয় তারা। ওই তরুণী বাস থেকে নেমে একটু দূরে অপেক্ষা করছিলেন। এক পর্যায়ে অপহরণকারীরা অপেক্ষমাণ নারীকে জোর করে বাসে তুলে নেওয়ার চেষ্টার সময় হাতেনাতে আটক করা হয়। আসামিরা এর আগেও বিভিন্ন নারীকে এভাবে অপহরণ করেছে। তাদের কাজই ছিল অপহরণ করে নারীদের শ্লীলতা হানি করা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close