প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২২ মার্চ, ২০১৯

‘ডিম বালক’কে বিয়ের জন্য পাগল তরুণীরা

ক্রাইস্টচার্চ হামলার জন্য মুসলিম শরণার্থীদের দায়ী করা অস্ট্রেলীয় সিনেটরের মাথায় ডিম ফাটিয়ে এখন রীতিমতো হিরো হয়ে গেছেন উইল কানোলি। পরিচিতি পেয়েছেন ‘ডিম বালক’ নামে। ১৭ বছরের কানোলিকে বিয়ে করার জন্য এখন পাগল হয়ে গেছে অস্ট্রেলিয়ার তরুণীরা। তারা রীতিমতো প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে কানোলিকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এই বিষয়ক সংবাদ এবং ছবি।

দ্য ডেইলি মেইল জানিয়েছে, প্রতিবাদকারীরা মেলবোর্নের সিবিডি স্টেট লাইব্রেরিতে প্ল্যাকার্ড হাতে সমাবেশ করেন। সেখানে সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের নিন্দা জানিয়ে কনোলিকে ঘিরে প্রশংসা করেন তারা। এদিকে সিনেটর ফ্রেজারের পদত্যাগ দাবিতে ক্যানবেরার রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভে নামেন। বিক্ষোভে অংশ নেওয়া বেশ কিছু তরুণীর হাতে দেখা গেছে ‘মেরি মি এগ-বয়’ সংবলিত প্ল্যাকার্ড। ‘ডিম বালক’ এখন এত জনপ্রিয় যে, তার ছবি সংবলিত টি-শার্ট কিনে পড়েছেন তরুণ-তরুণীরা। এদিকে উইল কনোলির পক্ষে আইনি লড়াই ও ডিম কেনার তহবিলে জমা পড়েছে বাংলাদেশি টাকায় ৪৯ লাখের বেশি টাকা। এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ দান করেছে এই তহবিলে। তবে কলোনি ঘোষণা দিয়েছেন, এসব অর্থ ক্রাইস্টচার্চে হামলায় নিহত মুসলিম পরিবারগুলোর মধ্যে দান করা হবে। এছাড়া বিশ্বের বিভিন্ন মিউজিশিয়ান ও ব্যান্ড দল কনোলির পাশে দাঁড়িয়েছে। তাকে নৈতিক সমর্থন দেওয়ার পাশাপাশি ফ্রিতে তাদের শো উপভোগ করার অফারও দিয়েছে। সূত্র : দ্য ডেইল মেইল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close