নিজস্ব প্রতিবেদক

  ১১ মার্চ, ২০১৯

ডাকসু নির্বাচনকে ইতিবাচক বললেন : ফখরুল

ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ছাত্রসমাজে রাজনীতির একটি সুবাতাস বইতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে নবগঠিত জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন এটা ইতিবাচক। তিনি বলেন, আজ ডাকসু নির্বাচন। এই নির্বাচনে ছাত্রদল অংশগ্রহণ করেছে, আমি এটাকে স্বাগত জানাই। কারণ ২৮ বছর ডাকসু নির্বাচন হয়নি। আরেকটি ক্যানসারের সৃষ্টি করা হয়েছিল। আমাদের দেশে যে রাজনৈতিক নেতাদের গড়ে ওঠার কারখানা, সেই কারখানা বন্ধ করে দিয়েছিল। তবে এই নির্বাচনের মধ্য দিয়ে ছাত্রসমাজে রাজনীতির একটি সুবাতাস বইতে শুরু করেছে। এটা যদি চালু রাখা যায়, তাহলে আমাদের দেশের জন্য ভালো হবে। আমরা ছাত্ররাজনীতির ব্যক্তি গড়ে তুলতে পারব।

মির্জা ফখরুল বলেন, বর্তমানে দেশে ভয়াবহ সংকট চলছে। এ সংকট শুধু বিএনপির নয়, পুরো জাতির।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close